এ জগৎ তোমার নয় (পর্ব- ৩)
প্রস্তাবনা পর্ব - ৩ দিন যত গড়াতে থাকবে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে গ্রাস করা ডার্ক সাইড ক্রমে তার আসল রূপ মানুষকে চেনাতে শুরু করবে। যদিও সবার পক্ষে তা অনুধাবন করা সম্ভব হবে না। বরং ডার্ক সাইড কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে পরাজিত অধিকাংশ মানুষ ক্রমেই সুপার কম্পিউটারের আয়ত্তাধীন হয়ে পড়বে। তবে কয়েক জন বাদে! মূল গল্প… এদেরই একজন দিপা। বাংলাদেশে কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করা এক তরুণী তার নিজের অধ্যাবসার মাধ্যমে প্রথমে কিছুটা আন্দাজ করতে পারে। কিন্তু সবার মতো সেও ডার্ক সাইডের প্ল্যানমাফিক নানা সফটওয়ার ডেভেলপমেন্টের কাজে জড়িত থাকে। অসম্ভব মেধাবী এই তরুণী এক সময় উচ্চশিক্ষার জন্য আমেরিকার ভার্জিনিয়াতে স্কলারশিপ পায়। যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর প্রথম ছয় মাস তার কেটে যায় নতুন পরিবেশে, নতুন শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। এসময়ে নিজের পড়ার আর প্র্যাক্টিক্যালের বাইরে কোনোদিকেই নজর দিতে পারেনি সে। নতুন সিলেবাসে অভ্যস্ত হওয়ার পাশাপাশি ভার্জিনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে চার মাস আগে মনের কোনে দেখা দেওয়া ছোট্ট প্রশ্নটিকে আর সামনে আনতে দেয়নি। হয়তো দিতোও না! কিন্...